ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে টানা চারদিন পতন

২০২৫ জানুয়ারি ১৫ ১৫:০০:৩৬
শেয়ারবাজারে টানা চারদিন পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের তিন কার্যদিবসের মতো বুধবারও (১৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে।এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ কমেছে। একইসঙ্গে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর কমেছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৪৩ পয়েন্টে। যা মঙ্গলবার ১ পয়েন্ট, সোমবার ৪ পয়েন্ট ও রবিবার ৩৮ পয়েন্ট কমেছিল।

বুধবার ডিএসইতে ৪০৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫১ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টি বা ৩৬.৬১ শতাংশের। আর দর কমেছে ১৮২ টি বা ৪৫.৯৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৯ টি বা ১৭.৪২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৯০ পয়েন্ট।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে