ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

আমাদের একটু একা থাকতে দিন

২০২৫ জানুয়ারি ১৭ ১১:৩৯:১২
আমাদের একটু একা থাকতে দিন

বিনোদন ডেস্ক : বুধবার রাতে সাইফ আলি খান নিজের বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি নীরব। বৃহস্পতিবার সাইফকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর আড়াই ঘণ্টার অস্ত্রোপচার। উৎকণ্ঠায় কেটেছে অভিনেত্রীর। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশেষে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানালেন কারিনা কাপূর খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাইফকে দেখতে হাসপাতালে পৌঁছান তার মা শর্মিলা। তার পরেই ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন কারিনা। অভিনেত্রী লেখেন, ‘‘আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন একটা দিন এবং এখনও আমরা পরপর এক একটি ঘটনাকে বোঝার চেষ্টা করছি। এই কঠিন সময়ে আমি বিনীতভাবে সংবাদমাধ্যম এবং পাপারাৎজ়িদের ভুয়ো খবর এবং গুজব থেকে দূরে থাকতে অনুরোধ করছি।’’

এরই সঙ্গে কারিনা তাঁর পোস্টে তাঁদের নিয়ে মানুষের কৌতূহলকে সম্মান জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘কিন্তু সর্বদা নজরদারি আবার আমাদের নিরাপত্তা শিথিল করতে পারে। তাই আমাদের পরিবারকে এই মুহূর্তে একটু একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেটা পরিবার হিসাবে আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’’ এই কঠিন এবং সংবেদনশীল সময়ে তাঁদের পাশে থাকার জন্য ওই পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন করিনা।

সূত্রের খবর, বুধবার রাতে সাইফের উপর যখন হামলা হয়, তখন কারিনা বাড়ি ছিলেন না। তিনি তাঁর দিদি করিশ্মা কাপূরের বাড়িতে ছিলেন। কিন্তু স্বামীর আক্রান্ত হওয়ার খবর পেতেই তিনি দ্রুত পরিবারের সঙ্গে মিলিত হন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে