ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতে প্রথমার্ধে এসেছে ৩১ আইপিও, দ্বিতীয়ার্ধে আসছে ২৮টি

২০২৩ অক্টোবর ১১ ১০:৩৬:৫৩
ভারতে প্রথমার্ধে এসেছে ৩১ আইপিও, দ্বিতীয়ার্ধে আসছে ২৮টি

চলতি অর্থবর্ষের প্রথমার্ধে ৩১টি কোম্পানি বাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেয়ার ছেড়ে ২৬,৩০০ কোটি টাকা তুলেছে। বাজারের তথ্য বিশ্লেষণকারী সংস্থা প্রাইমডেটাবেসের রিপোর্ট অনুযায়ী, আগামী ছ’মাসে অন্তত ২৮টি কোম্পানি আইপিও-র মাধ্যমে পুঁজি সংগ্রহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তারা তুলতে পারে ৩৮,০০০ কোটি। আরও ৪১টি সংস্থা বাজার নিয়ন্ত্রক সেবির সম্মতির অপেক্ষায় রয়েছে। সূত্র আনন্দবাজার।

ছ’মাসে ৩১টি আইপিও আসা এমনিতে নজির। কিন্তু সংস্থাগুলির মোট সংগ্রহ করা পুঁজি আগের বছরের একই সময়ের তুলনায় ২৬% কম। ২০২২-২৩ অর্থবর্ষের প্রথমার্ধে ১৪টি সংস্থা ৩৫,৪৫৬ কোটি টাকা তুলেছিল। প্রাইমডেটাবেসের কর্তা প্রণব হলদিয়া বলেন, বাজারে দোলাচল সত্ত্বেও বহু সংস্থা আইপিও আনতে চাইছে। তিনটি নতুন প্রযুক্তি সংস্থা মিলেই ১২,০০০ কোটি তোলার লক্ষ্য নিয়েছে। এগুলির মধ্যে ওয়োর লক্ষ্য ৮৩০০ কোটি। তার পরে লোকসভা নির্বাচনের আগে আইপিও-তে ভাটা পড়তে পারে।

ব্রোকারেজ সংস্থা এঞ্জেল ওয়ান জানাচ্ছে, এ দফায় সবচেয়ে বেশি নজর থাকবে টাটা টেকনোলজিসের দিকে। কারণ, ২০০৪ সালের পর এই প্রথম আইপিও আনতে চলেছে টাটা গোষ্ঠী। যদিও তার পুরোটাই অফার ফর সেল (ওএফএস)।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে