ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

তাৎক্ষনিক শেয়ারবাজারে নিষিদ্ধ

ভারতে দেড় মাসে ২৭২% শেয়ার দর বৃদ্ধি : কোম্পানির কর্ণধারদের গ্রেফতারের সম্ভাবনা

২০২৫ জানুয়ারি ১৭ ১৯:৪৫:০০
ভারতে দেড় মাসে ২৭২% শেয়ার দর বৃদ্ধি : কোম্পানির কর্ণধারদের গ্রেফতারের সম্ভাবনা

অর্থ বাণিজ্য ডেস্ক : ফের ভারতের শেয়ারবাজারে কারচুপির অভিযোগ। এর জেরে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) শাস্তির কবলে পড়েছে একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান-সহ মোট সাত কোম্পানি। তাদের আপাতত শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তা-ই নয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কোম্পানিগুলো কোনও শেয়ার লেনদেন করতে পারবে না।

সম্প্রতি ভারতের শেয়ার জালিয়াতির অভিযোগ ওঠে নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান পাচেলি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড বা পিআইএফএলের বিরুদ্ধে। এছাড়া অভিজিৎ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ক্যালিক্স সিকিউরিটিজ় প্রাইভেট লিমিটেড, হিবিস্কাস হোল্ডিংস, অ্যাভাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস, এডোপ্টিকা রিটেইল ইন্ডিয়া এবং সালফার সিকিউরিটিজ়ের বিরুদ্ধেও একই রকমের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, পিআইএফএলের বাজার মূলধনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা। কিন্তু মাত্র আট মাসের মধ্যেই তা বেড়ে ৪ হাজার কোটিতে পৌঁছে যায়। বিষয়টি নজরে আসতেই এই নিয়ে তদন্তে নামে সেবি।

গত বছরের ২ ডিসেম্বর থেকে এ বছরের ১৬ জানুয়ারির মধ্যে নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২১.০২ টাকা থেকে ৭৮.২০ টাকায় উঠেছে। এক্ষেত্রে দেড় মাসের ব্যবধানে শেয়ারটির দর বাড়ে ৫৭.১৮ টাকা বা ২৭২ শতাংশ।

বৃহস্পতিবার পিআইএফএলকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করে সেবি। সেখানে বলা হয়েছে, ছ’টি কোম্পানি থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ওই নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা। পরে ওই ঋণকে অগ্রাধিকারমূলক বরাদ্দের মাধ্যমে ইক্যুইটিতে রূপান্তরিত করে তারা। আর এ ভাবেই ঋণদাতাদের ৫১ কোটিরও বেশি শেয়ার ইস্যু করেছে পিআইএফএল।

শেয়ারবাজার নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংস্থা আরও জানিয়েছে, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করেছে তারা। এর থেকে ঋণের লেনদেন জাল ছিল বলে জানতে পেরেছে সেবি। ফলে এই কোম্পানিগুলোর কর্ণধার এবং পদস্থ আধিকারিকদের গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে