ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান

২০২৫ জানুয়ারি ১৯ ১৫:১৪:৪০
পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহের সব কার্যদিবসই শেয়ারবাজার পতনে ছিল। অবশেষে সেই পতনের ধারা ভেঙ্গে ৫ কার্যদিবস পর রবিবার (১৯ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৪৫ পয়েন্টে। যা আগের ৫ কার্যদিবসে কমেছিল ৬১ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৬৮ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪ কোটি ৩৩ লাখ টাকার বা ১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭২ টি বা ৪৩.৪৩ শতাংশের। আর দর কমেছে ১৬০ টি বা ৪০.৪০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫ টির, কমেছে ৮১ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৬৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক ৩৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে