ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ২৩ ১৫:৩৭:৪১
আজও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় বৃহস্পতিবারও (২৩ জানুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৬৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২৫ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৩ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৫ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫ টি বা ২৬.৩৮ শতাংশের। আর দর কমেছে ২০৪ টি বা ৫১.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৯ টি বা ২২.৩৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৪৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে