ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ে হিসাব মান-শ্রম আইন লঙ্ঘন

২০২৫ জানুয়ারি ২৬ ০৯:০৬:৩৭
আলিফ ম্যানুফ্যাকচারিংয়ে হিসাব মান-শ্রম আইন লঙ্ঘন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিচ্ছে না। এছাড়া এ কোম্পানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করেছে।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ে গত অর্থবছর শেষে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) ১ কোটি ৯৯ লাখ টাকা রয়েছে। এরমধ্যে আগের ১ কোটি ৯৬ লাখ টাকা অন্তর্ভূক্ত আছে।

কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। কিন্তু ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন আলিফ ম্যানুফ্যাকচারিং কর্তৃপক্ষ। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষ ওই ফান্ড ব্যবহারের বিপরীতে সুদ হিসাব করেনি।

অন্যদিকে কোম্পানিটির ৫ বছরের বেশি সময় আগে জমি ও ভবন পূণ:মূল্যায়ন করা হয়েছিল বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ি, ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতি ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার। যা করেনি আলিফ ম্যানুফ্যাকচারিং।

আরও পড়ুন....

ওয়েস্টার্ন মেরিনের জাহাজ বিক্রির গুরুত্বপূর্ণ চুক্তির তথ্য গোপন

উল্লেখ্য, ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৫৯ কোটি ৯৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৫৪ শতাংশ। কোম্পানিটির বুধবার (১৩ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে