ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

স্ট্যান্ডার্ড সিরামিকে হিসাব মান-কোম্পানি আইন লঙ্ঘন

২০২৫ জানুয়ারি ২৭ ০৯:০৮:২১
স্ট্যান্ডার্ড সিরামিকে হিসাব মান-কোম্পানি আইন লঙ্ঘন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ন্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের আর্থিক সংকটে গত বছরের শুরুতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। এটা অবশ্য সরকার বকেয়া বিল না পেয়ে বিদ্যুত ও গ্যাস লাইন বিচ্যুতি করে দেওয়ায় বন্ধ করতে হয়েছে। এমন বন্ধ কোম্পানিতেও থেমে নেই অনিয়ম। আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) ও কোম্পানি আইন লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে কোম্পানিটিতে।

কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটির আর্থিক হিসাবে ১৩ কোটি ৬৯ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখানো হয়েছে। এরমধ্যে ৩ কোটি ৬ লাখ টাকার জমি। বাকি ১০ কোটি ৬৪ লাখ টাকার অন্যান্য স্থায়ী সম্পদে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ি, ইমপেয়ারমেন্ট টেস্ট করে প্রকৃত বাজার দর নির্ণয় করা হয়নি। ফলে নিরীক্ষক ওই সম্পদের প্রকৃতপক্ষে কতটুকু বাজার দর কমেছে, তা জানে না। তাই আর্থিক হিসাবে ব্যয়ের সমন্বয় করতে হবে কিনা, তা জানে না।

কোম্পানিটিতে গ্র্যাচুইটি সঞ্চিতি রয়েছে ৩ কোটি ৪ লাখ টাকা। তবে দরকার ৬ কোটি ৪ লাখ টাকা। এর মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষ ৩ কোটি টাকার সংরক্ষিত মুনাফা (রিটেইন আর্নিংস) বেশি দেখিয়েছে।

নিরীক্ষক জানিয়েছে, এ কোম্পানিটিতে শেয়ারহোল্ডারদের অবন্টিত লভ্যাংশ রয়েছে ৮৩ লাখ ৭১ হাজার টাকার। এরমধ্যে ৮৩ লাখ ৬৭ হাজার টাকা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তর করা হয়নি।

কোম্পানিটির বুকস অব অ্যাকাউন্টস কোম্পানি আইন-১৯৯৪ এর ১৮১ ধারা অনুযায়ি রক্ষণাবেক্ষণ করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডার্ড সিরামিক

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ে হিসাব মান-শ্রম আইন লঙ্ঘন

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৬ কোটি ৪৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭১.৭৬ শতাংশ। কোম্পানিটির রবিবার (২৬ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৬২.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে