ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ২৭ ১৪:৫৩:৪৬
আজও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দিনের ন্যায় সোমবারও (২৭ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমান।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৩০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৪৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৫৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪০ টি বা ৩৫.০৮ শতাংশের। আর দর কমেছে ১৭৮ টি বা ৪৪.৬১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮১ টি বা ২০.৩০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১০৪ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৬০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে