ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বাজার মূলধন বাড়ল ৪ হাজার ২৩৮ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ০১ ০৯:২৫:৩০
বাজার মূলধন বাড়ল ৪ হাজার ২৩৮ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৬-৩০ জানুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। তবে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৩ হাজার ৬৪৭ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ১৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা বা ০.৬৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৪ লাখ টাকার বা ১৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১১৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৮ পয়েন্ট বা ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮ টির বা ২৪.৭৪ শতাংশের, কমেছে ২৭২ টির বা ৬৮.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির বা ৬.৫৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৪৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৯ টির দর বেড়েছে, ১৮৬ টির দর কমেছে এবং ১৯ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে