ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

জাল দলিল সৃষ্টির অভিযোগে আনিসুর রহমান কারাগারে

২০২৫ ফেব্রুয়ারি ০২ ০৯:৪৩:৩৬
জাল দলিল সৃষ্টির অভিযোগে আনিসুর রহমান কারাগারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : জালিয়াতি ও প্রতারণার মামলায় জেলে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল মোঃ আনিসুর রহমানকে। গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম-৩ এর আদালত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে ঢাকা মেট্রোপলিটন ম‍্যাজিষ্ট্রেট আদালতে তুরাগ থানা এলাকায় সংগঠিত একটি চুক্তি ভঙ্গের ঘটনায় বাংলাদেশ পেনাল কোডের ৪২০/৪০৬/১০৯ ধারায় ৭৩/২০২৪ নং মামলা দায়ের হয়। আদালত মামলাটি আমলে নিয়ে মোঃ আনিসুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হলে আনিসুর রহমান আদালতে উপস্থিত হয়ে একটি জাল দলিল দাখিল করে জামিন গ্রহন করেন।

আদালতে উপস্থিত বাদীপক্ষ আসামির দাখিলকৃত দলিলটিকে জাল দাবি করে যাচাইয়ের জন্য আদালতের শ্মরনাপন্ন হন। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত দলিলটি যাচাইয়ের জন্য বিশেষ পুলিশ সুপার সিআইডি- ঢাকা, জেলা প্রশাসক ঢাকা ও সহকারি নিয়ন্ত্রক ষ্ট‍্যাম্পসকে যাচাই বাছাই করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

এরপরে সকল তদন্তে দলিলটি জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত হয়েছে বলে তদন্ত রিপোর্ট জমা পড়ে। আদালতে এই রিপোর্ট জমা পড়ায় মামলাটি চার্জ গঠনের জন্য দিন ধার্য করা হয়। এসময় বাদী পক্ষে শুনানীতে অংশগ্রহণ করেন আইনজীবী মোসলেউদ্দিন জসিম, আইনজীবী মোঃ আবুল কালাম, আইনজীবী মোঃ শহীদুল্লাহ।

দীর্ঘ শুনানী শেষে আদালত সরকারী নন জুডিশিয়াল স্ট্যাম্প ব‍্যবহার করে জাল দলিল সৃষ্টি এবং বিজ্ঞ আদালতে জাল দলিল দাখিল করে জামিন লাভের মত গুরুতর অপরাধে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

যদিও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের এই আদেশের বিপক্ষে অভিযুক্তের আইনজীবী তাৎক্ষণিক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিনের আবেদন জানান। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত আসামি আনিসুর রহমানের এই ঘৃণ্য অপরাধের কথা জেনে তার পক্ষে দাখিল করা জামিন আবেদনটি খারিজ করে তাকে জেলে পাঠানোর নির্দেশ বহাল রাখেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম আদালত এলাকা থেকে অপরাপর আসামীদের সাথে আসামি আনিসুর রহমানকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যান।

মামলার বাদী নিয়াজ রহমান সাকিব সাংবাদিকদের জানিয়েছেন, তার পিতার স্বাক্ষর নকল করে জাল দলিল সৃষ্টি করে জলসিঁড়ি আবাসনে তাদের প্রাপ‍্য প্লটের অংশ থেকে বঞ্চিত করে, তা আত্মসাৎ চেষ্টা করছেন সাবেক সেনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। এই ঘটনার জের ধরেই আদালতে মামলাটি করেন তিনি। নিয়াজ রহমান সাকিব আরও জানান শুধু জলসিডি আবাসনের প্লট জালিয়াতি নয়, এই আনিসুর রহমান তাদের দীর্ঘদিনের প্রতিবেশী হওয়ায় সুবাদে তার পিতার কাছ থেকে নানাভাবে উপকৃত হয়ে এখন তাদেরই চরম সর্বনাশ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় অর্ধডজন মিথ‍্যা ও হয়রানিমুলক মামলা দিয়ে তাদের হয়রানী করার চেষ্টা করেছেন। যদিও সকল মামলার দায় থেকেই তিনি ও তার সহযোগীরা অব্যাহতি পেয়েছেন।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে