ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৫ ফেব্রুয়ারি ০২ ১৫:০৫:১৫
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১২৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ০.৩৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৫৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭ টি বা ৪৭.৪৬ শতাংশের। আর দর কমেছে ১৫৫ টি বা ৩৯.৩৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৭৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৪ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৪৫পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে