ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুনাফার ৬৮ শতাংশই রেখে দেবে বিএসআরএম স্টিল

২০২৩ অক্টোবর ১৪ ১১:১৩:১২
মুনাফার ৬৮ শতাংশই রেখে দেবে বিএসআরএম স্টিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএম স্টিলের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৮ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার পরিমাণ আগের বছর ছিল ৬৬ শতাংশ।

বিএসআরএম স্টিলের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৭.৯২ টাকা হিসেবে ২৯৭ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.৫০ টাকা করে মোট ৯৩ কোটি ৯৯ লাখ টাকা বা মুনাফার ৩১.৫৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ২০৩ কোটি ৯৫ লাখ টাকা বা ৬৮.৪৫ শতাংশ রিজার্ভে রাখা হবে।

এর আগের বছর কোম্পানিটির পর্ষদ শেয়ারপ্রতি ৮.৭২ টাকা বা নিট ৩২৭ কোটি ৮৫ লাখ টাকা মুনাফার বিপরীতে ৩০ শতাংশ হিসেবে ১১২ কোটি ৭৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩৪ শতাংশ। বাকি ৬৬ শতাংশ রিজার্ভে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিএসআরএম স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭৫ কোটি ৯৫ লাখ টাকা। এ কোম্পানিটির শনিবার (১৪ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৬৩.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে