ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

সেনসেক্স সূচক বেড়েছে ১৪০০ পয়েন্ট

ভারতের শেয়ারবাজারে একদিনে বাড়ল বাংলাদেশের পুরো বাজার মূলধনের সমান 

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ২১:১৮:৫০
ভারতের শেয়ারবাজারে একদিনে বাড়ল বাংলাদেশের পুরো বাজার মূলধনের সমান 

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের কেন্দ্রীয় বাজেটের পর ফের চাঙ্গা শেয়ারবাজার। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচকটি বেড়েছে ১,৪০০ পয়েন্ট। এতে করে বাজার মূলধন বেড়েছে ৫ লাখ ৬০ কোটি টাকা। যা প্রায় বাংলাদেশের পুরো বাজার মূলধনের সমান।

এদিন সেনসেক্স সূচকটি ৭৭,৬৮৭.৬০ পয়েন্টে নিয়ে লেনদেন শুরু হয়। এদিন বাজারে লেনদেন শুরু হওয়ার পর বেশ কিছুক্ষণ নিম্নমুখী ছিল সূচক। কিন্তু সকাল ১০টা ৪০ মিনিটের পর থেকে উপরের দিকে উঠতে থাকে সেনসেক্স। দিন শেষে এটি পৌঁছে যায় ৭৮,৫৮৩.৮১ পয়েন্টে।

এদিন মোট ১,৩৯৭.০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স সূচক। অর্থাৎ ১.৮১ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৮,৬৫৮.৫৯ পয়েন্টে উঠেছিল সূচক।

অন্যদিকে ২৩,৭৩৯.২৫ পয়েন্টে থেমেছে নিফটি-৫০ সূচক। এক্ষেত্রে সূচকটি বৃদ্ধি পেয়েছে ৩৭৮.২০ পয়েন্ট। শতাংশের হিসাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বেড়েছে ১.৬২%।

ভারতের ব্রোকারেজ হাউজগুলোর দাবি, এদিন বাজারে বাজার মূলধন বেড়েছে ৫.৬০ লক্ষ কোটি টাকা। এর জন্য আমেরিকা ও চিনের মধ্যে শুরু হওয়া শুল্ক যুদ্ধকেই কারন মনে করেছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের পণ্যের উপরে ১০ শতাংশ শুল্ক চাপিয়েছেন। পাল্টা আমেরিকার পণ্যে ১৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে চীন।

বিশ্লেষকদের অনুমান, আমেরিকা-চিনের শুল্ক যুদ্ধে আগামী কয়েক দিন অস্থির থাকবে বাজার। আর তাই সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার ২,৪২৬টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দর পড়েছে ১,৩৪৯টি স্টকের। ১৪৪টি শেয়ারের দামের কোনও বদল হয়নি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে