ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে ৪১% কোম্পানির প্রথমার্ধে ইপিএস বেড়েছে

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ০৮:৪৬:৫৬
শেয়ারবাজারে ৪১% কোম্পানির প্রথমার্ধে ইপিএস বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৮ কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এরমধ্যে ৬টি কোম্পানি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

সম্প্রতি তালিকাভুক্ত ১৬৭ কোম্পানির ৬ মাসের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। সেখানে ৬৮ কোম্পানির বা ৪১% কোম্পানির ইপিএস বৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

এসময় আগের অর্থবছরের ৬ মাসের লোকসান কাটিয়ে চলতি অর্থবছরের ৬ মাসে মুনাফায় ফিরে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এস্কয়্যার নিট কম্পোজিট, জিবিবি পাওয়ার, লীগ্যাছি ফুটওয়্যার ও স্টাইলক্রাফট।

৬৮ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে শার্প ইন্ডাস্ট্রিজের। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৬ মাসের ০.০৩ টাকার ইপিএস এবার হয়েছে ০.৪৪ টাকা। এ হিসেবে ইপিএস বেড়েছে ১৩৬৭%। এরপরের অবস্থানে তাকা জেএমআই সিরিঞ্জের ০.১৫ টাকার ইপিএস ১০৪০% বেড়ে ১.৭১ টাকা হয়েছে। আর ৩য় অবস্থানে থাকা ইফাদ অটোজের ০.০৩ টাকার ইপিএস ৭৩৩% বেড়ে হয়েছে ০.২৫ টাকা।

আরও পড়ুন…

লোকসান থেকে বেরোতে পারেনি ৩৭ কোম্পানি

অন্যদিকে সবচেয়ে কম ০.৪৯% ইপিএস বেড়েছে ইনডেক্স অ্যাগ্রোর। এ কোম্পানিটির ২.০৬ টাকার ইপিএস বেড়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে হয়েছে ২.০৭ টাকা। আর রংপুর ফাউন্ড্রি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১% করে মুনাফা বেড়েছে।

নিম্নে কোম্পানিগুলোর ইপিএস এর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নাম

৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৪)

৬ মাসের ইপিএস

(জুলাই-ডিসেম্বর ২৩)

হ্রাস/বৃদ্ধির হার

শার্প ইন্ডাস্ট্রিজ

০.৪৪

০.০৩

১৩৬৭%

জেএমআই সিরিঞ্জ

১.৭১

০.১৫

১০৪০%

ইফাদ অটোজ

০.২৫

০.০৩

৭৩৩%

ওয়াইম্যাক্স ইলেকট্রোড

০.৪৫

০.০৯

৪০০%

মতিন স্পিনিং

২.৬১

০.৫৮

৩৫০%

ডমিনেজ স্টিল

০.০৯

০.০২

৩৫০%

খান ব্রাদার্স

০.০৭

(০.০৩)

৩৩৩%

ফারইস্ট নিটিং

০.৭৩

(০.৩২)

৩২৮%

এমএল ডাইং

০.১৩

০.০৪

২২৫%

ইস্টার্ন লুব্রিকেন্ট

১৭.৫৯

৫.৪৭

২২২%

লাভেলো

১.৫২

০.৫৭

১৬৭%

আমান কটন

০.১৩

০.০৫

১৬০%

এনভয় টেক্সটাইল

৩.৫৮

১.৪৫

১৪৭%

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

০.৩৫

০.৮০

১৪৪%

এস্কয়্যার নিট

০.৪০

(১.১০)

১৪০%

এসএস স্টিল

০.০৭

০.০৩

১৩৩%

জিবিবি পাওয়ার

০.০৬

(০.৪৭)

১১৩%

লীগ্যাছি ফুটওয়্যার

০.০১

(০.১২)

১০৮%

বীচ হ্যাচারি

২.৭০

১.৩২

১০৫%

জিপিএইচ ইস্পাত

০.৬৫

০.৩২

১০৩%

স্টাইলক্রাফট

০.০৭

(২.৫৮)

১০৩%

ড্রাগণ সোয়েটার

০.৩৪

০.১৮

৮৯%

ইউনিক হোটেল

১.৫৬

০.৮৭

৭৯%

কুইন সাউথ

০.১৯

০.১১

৭৩%

ফার কেমিক্যাল

০.৩২

০.২০

৬০%

অগ্নি সিস্টেমস

০.৯২

০.৫৮

৫৯%

এসিআই ফরমূলেশনস

৬.৭৫

৪.৩৪

৫৬%

সায়হাম টেক্সটাইল

০.৩৪

০.২২

৫৫%

ইউনাইটেড পাওয়ার

১২.১১

৭.৮৪

৫৪%

পদ্মা অয়েল

২৫.৪০

১৬.৫৩

৫৪%

আলিফ ইন্ডাস্ট্রিজ

১.৫০

০.৯৮

৫৩%

খুলনা পাওয়ার

০.০৮

০.০৪

৫০%

সায়হাম কটন

০.৫৮

০.৩৯

৪৯%

সিমটেক্স

০.৬১

০.৪৩

৪২%

আইটি কনসালটেন্টস

১.৯৩

১.৪২

৩৬%

কেআন্ডকিউ

১.৬৭

১.২৪

৩৫%

শাশা ডেনিমস

১.২০

০.৮৯

৩৫%

এমজেএল বিডি

৬.৬৬

৫.০১

৩৩%

কনফিডেন্স সিমেন্ট

৬.৬২

৫.০৩

৩২%

এপেক্স ফুটওয়্যার

৩.৮৩

২.৯৫

৩০%

ইস্টার্ন হাউজিং

৪.১৭

৩.২৫

২৮%

স্কয়ার টেক্সটাইল

৩.৮৩

৩.০৫

২৬%

সিনোবাংলা

০.৪৮

০.৩৮

২৬%

কোহিনুর কেমিক্যাল

৭.৫৬

৬.০৬

২৫%

এডিএন টেলিকম

১.৫৮

১.২৯

২২%

নাভানা সিএনজি

০.০৬

০.০৫

২০%

কাশেম ইন্ডাস্ট্রিজ

০.৪০

০.৩৪

১৮%

বেক্সিমকো ফার্মা

৭.৮৭

৬.৬৯

১৮%

মনোস্পুল পেপার

০.৭২

০.৬১

১৮%

সিলকো ফার্মা

০.২৭

০.২৩

১৭%

ইন্ট্রাকো

০.৭৩

০.৬৩

১৬%

কেডিএস এক্সেসরিজ

১.০৫

০.৯১

১৫%

বিএসআরএম স্টিল

৪.৬৭

৪.১১

১৪%

স্কয়ার ফার্মা

১৪.৩২

১২.৬৯

১৩%

এমবি ফার্মা

১.৩২

১.২০

১০%

বিএসআরএম লিমিটেড

৬.৭৪

৬.২৫

৮%

নাভানা ফার্মা

২.২৫

২.০৯

৮%

সিভিও পেট্রো

১.৮৮

১.৭৬

৭%

মালেক স্পিনিং

৪.৩৫

৪.০৬

৭%

বিকন ফার্মা

৩.৪৭

৩.২৫

৭%

বঙ্গজ

০.১৫

০.১৪

৭%

বেঙ্গল উইন্ডসোর

০.৩০

০.২৮

৭%

আমান ফিড

০.৫৩

০.৫০

৬%

এপেক্স স্পিনিং

২.০১

১.৯১

৫%

তমিজউদ্দিন

২.৭৮

২.৭৩

২%

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

৫.৮২

৫.৭৬

১%

রংপুর ফাউন্ড্রি

২.১৯

২.১৭

১%

ইনডেক্স অ্যাগ্রো

২.০৭

২.০৬

০.৪৯%

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে