ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৫:০৩:১৭
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (৫ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৪ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৭৩ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৭ টি বা ৫১.৬২ শতাংশের। আর দর কমেছে ১২৯ টি বা ৩২.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫ টি বা ১৬.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৬৭ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৪২পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে