ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস উত্থান

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৪:৫৫:০৬
শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের ৫ কার্যদিবসের ন্যায় বৃহস্পতিবারও (০৬ ফেব্রুয়ারী) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। এরমধ্যে গত কয়েকদিন লেনদেন বাড়লেও আজ কমেছে।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৭৯ পয়েন্টে। যা বুধবার ২৩ পয়েন্ট, মঙ্গলবার ১ পয়েন্ট, সোমবার ২০ পয়েন্ট, রবিবার ১৩ পয়েন্ট, পয়েন্ট ও আগের সপ্তাহের বৃহস্পতিবার ০.৩৮ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ৫০ লাখ টাকার বা ৯ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৫ টি বা ৪৯.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৪৭ টি বা ৩৭.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৩ টি বা ১৩.৪২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০ টির, কমেছে ৫৮ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১২পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে