ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

উপদেষ্টার রেফারেন্স : অযোগ্য হাবিবকে এনটিসিতে বিএসইসির স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৯:০৪:৫৯
উপদেষ্টার রেফারেন্স : অযোগ্য হাবিবকে এনটিসিতে বিএসইসির স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চা উৎপাদনকারী ন্যাশনাল টি কোম্পানিতে (এনটিসি) উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের রেফারেন্সে অযোগ্য সৈয়দ আহসান হাবিবকে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি উৎপাদনশীল হলেও আইটি অভিজ্ঞ হাবিবকে নিয়োগ দিয়েছে বিএসইসি।

গত ৯ জানুয়ারি আহসান হাবিবকে এনটিসির স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে স্বৈরাচার আওয়ামী আমলে সরকারী মালিকানাধানী এই চা উৎপাদনকারী ন্যাশনাল টি কোম্পানিটিতে রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের বিবেচনায় অদক্ষ ও অযোগ্যদের পরিচালক পদে নিয়োগ দিয়ে অনেক সম্ভাবনাময় এ কোম্পানিটিকে লোকসানে পরিণত করা হয়েছে। যাদের চা বাণিজ্যের সাথে কোনো অভিজ্ঞতা নাই। তাদেরকে আইন থেকে অব্যাহতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল।

অনেকটা একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার অভুত্থানের পর বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন সেই শিবলী কায়দায় উপদেষ্টা রিজওয়ানা হাসান এর রেফারেন্সের কারনে এনটিসিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। যেটাকে ভালোভাবে দেখছেন না শেয়ারবাজারের স্টেকহোল্ডাররা।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ার পেছনে মূলত কারন হিসেবে রয়েছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। এক্ষেত্রে স্বতন্ত্র পরিচালকেরা মূলত তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোম্পানির উন্নয়নের মাধ্যমে ভূমিকা রাখতে পারেন। এছাড়া স্বচ্ছতা আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। এজন্য সংশ্লিষ্ট কোম্পানির কাজের সঙ্গে সামঞ্জস্য এমন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। তা না হলে সেই স্বতন্ত্র পরিচালক কার্যকর ভূমিকা রাখতে পারবেন না।

আরও পড়ুন.....

বিএসইসি চেয়ারম্যানকে এনটিসির শেয়ারহোল্ডারদের লিগ্যাল নোটিশ

আহসান হাবিব ২০১১ সাল থেকে আইটি প্রতিষ্ঠান আইপিপল লিমিটেডে এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ডাটাএজ লিমিটেডে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহসান হাবিব আইটি খাতে অভিজ্ঞ হলেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে উৎপাদনশীল কোম্পানি এনটিসিতে। অথচ এনটিসিতে আইটি অভিজ্ঞ ব্যক্তির ভূমিকা রাখার সুযোগ নেই।

আহসান হাবিব স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেতে তার জীবন বৃত্তান্তে রেফারেন্স হিসেবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পাশাপাশি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্জ ও জাতীয় দৈনিক ডেইলী স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের নাম উল্লেখ করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, আইটি অভিজ্ঞ ব্যক্তি উৎপাদনশীল কোম্পানিতে ভূমিকা রাখতে পারবেন না। কারন সে ওই কাজে অভিজ্ঞ না। সে ভূমিকা রাখতে পারবে আইটি কোম্পানিতে। তাই স্বতন্ত্র পরিচালক নিয়োগে এ বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তা না হলে স্বতন্ত্র পরিচালক নিয়োগের স্বার্থ রক্ষা হবে না।

আইটি অভিজ্ঞ সৈয়দ আহসান হাবিবকে ন‍্যাশনাল টি কোম্পানিতে কোন বিবেচনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, কোম্পানির পক্ষ থেকে আহসান হাবিবের সিভি পাঠানোর পরে কমিশন কর্পোরেট গভর্ণেন্স কোড (সিডিসি) অনুযায়ি সবকিছু যাচাই-বাছাই শেষে তার নিয়োগে সম্মতি দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে