ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নতুন প্রজন্মের অভিনেতাদের একহাত নিলেন আমিশা

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৩:০১:৫২
নতুন প্রজন্মের অভিনেতাদের একহাত নিলেন আমিশা

বিনোদন ডেস্ক : ঝুঁলিতে একাধিক সফল ছবি থাকা সত্ত্বেও সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি আমিশা প্যাটেল। মাঝে মাঝে তাঁর দেখা পাওয়া গেলেও বলিউডের সঙ্গে তাঁর আগের মতো সখ্য নেই। সম্প্রতি সমাজমাধ্যমে আনাগোনা নিয়ে নতুন প্রজন্মের অভিনেতাদের একহাত নিলেন অভিনেত্রী।

তাঁর মতে, বর্তমানে অভিনেতারা ইনস্টাগ্রাম নিয়ে বেশি মনোযোগী। রিল বানানো থেকে শুরু করে শুটিং ফ্লোরে সাজঘরে কী ঘটছে, সেসব প্রকাশ্যে আনতে বেশি আগ্রহী শিল্পীরা। অভিনয় বা ছবি নিয়ে তাঁরা খুব একটা চিন্তিত নন বলেই মনে করেন আমিশা। ৭০ এমএম পর্দার তুলনায় পার্টিতে নিজেদের মেলে ধরতে ভালবাসেন নতুন প্রজন্মের অভিনেতারা।

অভিনেত্রী বলেন, “আমাদের সময়ে সব কিছু আরও বাস্তবমুখী ছিল। শাহরুখ, সালমান, আমি, রানি, করিনা, আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য ছিল ক্যামেরার সামনে আমরা কী করছি।” তাঁর দাবি, অভিনেতাদের ঘিরে এখন আর কোনও কৌতূহল নেই মানুষের মধ্যে। কারণ তাঁরা যেখানে সেখানে দর্শকের সামনে ধরা দেন। আমিশা বলেন, “দর্শকের আগ্রহ বজায় রাখতে এই দিকটি মাথায় রাখা প্রয়োজন। আমার মনে হয়, এই প্রজন্মের অভিনেতাদের এটাই সব থেকে বড় নেতিবাচক দিক।”

এই প্রসঙ্গেই অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেন আমিশা। বলেন, “সেই সময় তাঁদের ঘন ঘন টেলিভিশনে দেখা যেত না বা তাঁরা এত সাক্ষাৎকারও দিতেন না। প্রেক্ষাগৃহে তাঁদের ছবি আসত আর দর্শক ঝাঁপিয়ে পড়ত। ছবি সফল হত। আর এখন বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যায় কোন দিকে যাচ্ছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে