ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিএসআরএম লিমিটেড ২২ কোটি টাকার শাস্তির কবলে

২০২৩ অক্টোবর ১৫ ০৯:৪৯:১৮
বিএসআরএম লিমিটেড ২২ কোটি টাকার শাস্তির কবলে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম লিমিটেড) পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মুনাফার ৩০ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে। এর মাধ্যমে ৭০ শতাংশের বেশি মুনাফা রিটেইন আর্নিংসে রাখা হবে। যে কারনে কোম্পানিটিকে রেখে দেওয়া ওই মুনাফার উপর অতিরিক্ত ১০ শতাংশ হারে কর দিতে হবে।

বিএসআরএম লিমিটেডের পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা ২৫ শতাংশ নগদ লভ্যাংশের তথ্য রবিবার (১৫ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যা কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের মুনাফার ২৬ শতাংশ।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

বিএসআরএম লিমিটেডের ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ৯.৭৬ টাকা হিসাবে ২৯১ কোটি ৪২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ২৫ শতাংশ হিসেবে ৭৪ কোটি ৬৫ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ২৫.৬২ শতাংশ। বাকি ২১৬ কোটি ৭৭ লাখ টাকা বা ৭৪.৩৮ শতাংশ রিটেইন আর্নিংসে রাখা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ২১৬ কোটি ৭৭ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২১ কোটি ৬৮ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে বিএসআরএম লিমিটেডকে।

আরও পড়ুন.....মুনাফার ৬৮ শতাংশই রেখে দেবে বিএসআরএম স্টিল

উল্লেখ্য বিএসআরএম লিমিটেডের বর্তমানে ২৯৮ কোটি ৫৯ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫২.৮৮ শতাংশ। শনিবার (১৪ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে