ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৩৩৯ দিন পরে রোহিত শর্মার শতরান

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৩:০৫:২৩
৩৩৯ দিন পরে রোহিত শর্মার শতরান

খেলাধূলা ডেস্ক :কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরেছেন রোহিত শর্মা। ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন রোহিত। এর মাধ্যমে ৩৩৯ দিন পরে শতরান করলেন। এই ইনিংস পরিস্থিতি বদলে দিয়েছে বলে মনে করেন রবীন্দ্র জাদেজা।

জাদেজার মতে, রোহিতের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে ফর্ম বদলের জন্য মাত্র একটি ইনিংসই দরকার হয়। সেটা কটকে তিনি পেয়ে গিয়েছেন।

জাদেজা বলেন, “কখনও কখনও পরিস্থিতি বদলানোর জন্য একটা ইনিংসই দরকার হয়। সেটা রোহিত পেয়েছে। সবচেয়ে ভাল বিষয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে সে রান পেয়েছে। এটা শুধু ওর নয়, দলের পক্ষেও ভাল। রোহিত রানে থাকলে দলেরই সুবিধা। রোহিত নিজেও জানত, রান পেতে বেশি দেরি ওর হবে না। তাই ও বেশি আলোচনাও করত না।”

ফর্মে রয়েছেন জাদেজাও। দু’টি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন তিনি। ভাল বল করছেন। ইংল্যান্ড সিরিজ়ের আগে একটি রঞ্জি ম্যাচ খেলেছিলেন তিনি। সৌরাষ্ট্রের হয়ে দিল্লির বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচ খেলায় তাঁর সুবিধা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন অলরাউন্ডার।

তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে অনেক ওভার বল করেছি। সেটা সাহায্য করেছে। কারণ, প্রায় দু’বছর পরে আবার এক দিনের ক্রিকেট খেলছি। রঞ্জিতে যে লাইন, লেংথে বল করি, সেটাই এখানে করছি। তা কাজেও দিচ্ছে।”

জাদেজা ভাল বল করলেও কটকের নায়ক রোহিত। শুরু থেকে চালিয়ে খেলা শুরু করেন তিনি। একের পর এক বড় শট গিয়ে পড়ে গ্যালারিতে। এক দিনের ক্রিকেটে নিজের ৩২তম শতরান করেন রোহিত। ১২টি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। এই ম্যাচের আগে গত ১০টি ইনিংসে মাত্র ৭০ রান করেছিলেন রোহিত। সেই তিনিই কটকে হারালেন ইংল্যান্ডকে। ফিরলেন স্বমহিমায়।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে