ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

২৭৫ জনকে ৩৯৫ কোটি মার্জিন ঋণ : পোর্টফোলিওতে আছে ৩৪ কোটি টাকার সিকিউরিটিজ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ০৯:২৬:২৭
২৭৫ জনকে ৩৯৫ কোটি মার্জিন ঋণ : পোর্টফোলিওতে আছে ৩৪ কোটি টাকার সিকিউরিটিজ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে কয়েক বছর ধরে গলার কাঁটা নেগেটিভ ইক্যুইটি। যা সম্ভব হয়েছে জিএসপি ইনভেস্টমেন্টের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের বিচার বিশ্লেষণ ছাড়াই আইন বর্হিভূত মার্জিন ঋণ দেওয়ার কারনে। ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের লোভের কারনে বিনিয়োগকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোও ডুবেছে। যা থেকে বেরিয়ে আসারও কোন উপায় নেই।

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফাইন্যান্সের সাবসিডিয়ারি বা অধীনস্থ কোম্পানি জিএসপি ইনভেস্টমেন্ট। এটি একটি মার্চেন্ট ব্যাংক। এ প্রতিষ্ঠান থেকে এতোটাই নিয়ম বর্হিভূত মার্জিন ঋণ দেওয়া হয়েছে যে, এখন সেই টাকা ফেরতের কোন উপায় নেই। কারন এরইমধ্যে মার্জিন ঋণ গ্রহিতা বিনিয়োগকারীদের সিকিউরিটিজের দাম তলানিতে নেমে এসেছে।

নিরীক্ষক জানিয়েছেন, জিএসপি ইনভেস্টমেন্টের মার্জিন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৫ কোটি ৬ লাখ টাকায়। যা ২৭৫টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবধারীকে দেওয়া হয়েছে। যার সবগুলো হিসাবই ঋণাত্মক ইক্যুইটি হয়ে গেছে। ওইসব বিওতে সিকিউরিটিজের বাজার দর আছে মাত্র ৩৩ কোটি ৬৮ লাখ টাকা।

এ অবস্থায় জিএসপি ইনভেস্টমেন্টে সঞ্চিতি গঠন করা দরকার ৩৬১ কোটি ৩৮ লাখ টাকা। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ করেছে মাত্র ৬০ কোটি ১ লাখ টাকা।

এদিকে জিএসপি ফাইন‍্যান্সের ৪৭৭ কোটি ৭২ লাখ টাকার ঋণ খেলাপি হয়ে গেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এ অবস্থায় কোম্পানিটির ৪৬৪ কোটি ৩৩ লাখ টাকার সঞ্চিতি গঠন করা দরকার। তবে কোম্পানি কর্তৃপক্ষ করেছে ২৩৫ কোটি ৫৫ লাখ টাকার। এক্ষেত্রে সঞ্চিতি ঘাটতি ২২৮ কোটি ৭৮ লাখ টাকা।

এ কোম্পানিটি থেকে বিনিয়োগ করা হয়েছে ধংস হয়ে যাওয়া প্রিমিয়ার লিজিং ও ফাস ফাইন্যান্সে। টিডিআর হিসাবে বিনিয়োগ করেছে যথাক্রমে ১৩ কোটি ৮৭ লাখ টাকা ও ১ কোটি ৩৬ লাখ টাকা। যা আদালত কোম্পানি দুটিকে পরিশোধ করে দিতে বলেছে। কিন্তু ওই প্রতিষ্ঠান দুটির অস্তিত্বই রয়েছে হুমকিতে।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জিএসপি ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫৭ কোটি ৭ লাখ টাকা। এরমধ্যে ৭৭.৫৬ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির সোমবার (১০ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৬.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে