ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামল দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১২:০৬:৩২
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামল দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ

খেলাধূলা ডেস্ক : অভিনব ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে। পর্যাপ্ত ক্রিকেটারের অভাবে মাঠে নেমে পড়লেন দলের কোচ। সোমবার লাহোরে ত্রিদেশীয় সিরিজ়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ড। সেই ম্যাচে মাঠে নামতে হয় টেম্বা বাভুমার দলের ফিল্ডিং কোচ ওয়ান্ডিল গাভুকে।

খেলার শুরুতে অতিরিক্ত হিসাবে দু’জন ক্রিকেটারের নাম দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। কারণ তাঁর দলে আর কোনও ক্রিকেটার নেই। নিউজ়িল্যান্ডের ইনিংসে ৬ উইকেট পড়ে যাওয়ার পর এক জন পরিবর্তন ফিল্ডারের প্রয়োজন হয় দক্ষিণ আফ্রিকার। কিন্তু তার আগেই দু’জন অতিরিক্ত ক্রিকেটার মাঠে নেমে পড়েছিলেন। সাজঘরে মাঠে নামার মতো কোনও ক্রিকেটার ছিলেন না। পরিস্থিতি সামলাতে অগত্যা জার্সি পরে মাঠে নামতে হয় দলের ফিল্ডিং কোচ গাভুকে।

সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ তিনি। কিছু দিন আগে তাঁকে নিয়োগ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। গাভুর ফিল্ডিং করার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। জেরাল্ড কোয়েৎজে চোট পাওয়ায় তাঁর পরিবর্ত হিসাবে কাউকে পাকিস্তানে নিয়ে আসেনি দক্ষিণ আফ্রিকা। মোট ১২ জন সতীর্থকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ় খেলতে এসেছেন বাভুমা।

সোমবারের ম্যাথিউ ব্রিটজ়কের দাপটে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জেসন স্মিথ ৪১ এবং উইয়ান মুলডার ৬৪ রানের ইনিংস খেলেন। ব্রিটজ়কের বিশ্বরেকর্ড অবশ্য দক্ষিণ আফ্রিকার কাজে লাগল না। জবাবে ৪৮.৪ ওভারে ৪ উইকেটে ৩০৮ রান করে নিউজ়িল্যান্ড। ১১৩ বলে ১৩৩ রান করে অপরাজিত থাকলেন কেন উইলিয়ামসন। ১৩টি চার এবং ২টি ছয় এল তাঁর ব্যাট থেকে। ১০৭ বলে ৯৭ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৯টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। পাকিস্তানের পর দক্ষিণ আফ্রিকাকেও হারিয়ে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে চলে গেল নিউজ়িল্যান্ড।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে