ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অস্তিত্ব সংকটে ফাস ফাইন্যান্স

২০২৫ ফেব্রুয়ারি ১২ ০৯:২৫:১৬
অস্তিত্ব সংকটে ফাস ফাইন্যান্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েক বছর ধরে নিয়মিত অস্বিত্ব হারাচ্ছে বিভিন্ন লিজিং কোম্পানি। এবার সেই কাতারে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। যে কোম্পানিটির সম্পদের থেকে দায় বেশিসহ নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ি, ইউনিয়ন ক্যাপিটালের সর্বশেষ প্রকাশিত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৫৮০ কোটি ৯৮ লাখ টাকায়। এরফলে কোম্পানিটির মোট সম্পদের থেকে ১ হাজার ৩৯৭ কোটি ৩ লাখ টাকার দায় বেশি হয়ে গেছে।

এছাড়া কোম্পানিটির ওই বছরে পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ১৪৭ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি পরিচালন নগদ সংকটেও ভুগছে।

সম্পদের থেকে দায় বেশি হওয়ার ফলে ফাস ফাইন্যান্সে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১০৫.৪২) টাকায়। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানিটিকে অবসায়নে পাঠানো হলে শেয়ারহোল্ডাররা ১ টাকাও পাবে না।

চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে ফাস ফাইন্যান্সের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

২৭৫ জনকে ৩৯৫ কোটি মার্জিন ঋণ : পোর্টফোলিওতে আছে ৩৪ কোটি টাকার সিকিউরিটিজ

কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১৯.৩৭) টাকা। এ হিসাবে ১৪৯ কোটি ৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৮৮ কোটি ৭৬ লাখ টাকা।

এর আগে ২০২২ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৭.৮৪ টাকা করে মোট ৭১৩ কোটি ২৪ লাখ টাকার লোকসান হয়েছিল।

ফাস ফাইন্যান্স ২০১৯ সাল থেকে বড় লোকসানে রয়েছে। ওই বছর থেকে ২০২৩ সাল বা গত ৫ বছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১ হাজার ৬৬৭ কোটি ৮৫ লাখ টাকা।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফাস ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪৯ কোটি ৮ লাখ টাকা। এরমধ্যে ৮৬.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে