ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৫:৩৪:০০
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১২ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ বেড়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৮ কোটি ৪০ লাখ টাকার বা ২৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩ টি বা ৩৫.৮৩ শতাংশের। আর দর কমেছে ২০৯ টি বা ৫২.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৭৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ১১১ টির এবং পরিবর্তন হয়নি ৩৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৮২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে