ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের!

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:২৪:০৬
হলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের!

বিনোদন ডেস্ক : তাঁর ছবির ট্রেলার দুবাইয়ের প্রেক্ষাগৃহে দেখানো হয়। জন্মদিনে বুর্জ খলিফায় ভেসে ওঠে তাঁর ছবি। বিশ্বজোড়া খ্যাতি বলিউড বাদশাহের। কিন্তু তিন দশকেরও বেশি অভিনয় জীবনে তাঁকে দেখা যায়নি হলিউডে। সেই ফাঁকটুকুও নাকি ভরাট হতে চলেছে, এমনই গুঞ্জন বলিউডে।

‘ক্যাপ্টেন আমেরিকা’ তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে কিং খানকে চাইছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন তিনি। শাহরুখ কি রাজি হবেন? অভিনেতা এখনও মুখ খোলেননি। তবে গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি হলিউড তাঁকে ডাকে অবশ্যই তিনি কাজ করবেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মার্ভেল স্টুডিয়োর ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। ছবির প্রচার করতে বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তিনি। সেখানেই অ্যান্থনি তাঁর ইচ্ছে প্রকাশ করেন।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি কোনও বলিউড অভিনেতাকে তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে চান? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলেন, “আমার মনে হয় শাহরুখ খান মানানসই, তিনিই সেরা!” সাক্ষাৎকারের সেই কিয়দংশ ঝলক আকারে ছড়িয়ে পড়তেই উত্তেজিত কিং খানের অনুরাগীরা।

হলিউডি অভিনেতার ইচ্ছা প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন গুঞ্জন, তা হলে কি সকলের অজান্তে হলিউড উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ? শাহরুখের প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাটও হলিউডে অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন কারিনা কাপূর খানও। বিষয়টি নিয়ে যদিও বলিউড অভিনেতা কোনও মন্তব্য করেননি।

তবে গত বছরের সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর ইংরেজি উচ্চারণ যথেষ্ট স্পষ্ট। অভিনেতার অভিনয় দর্শক-সমালোচকেরা পছন্দ করেন। ফলে, পছন্দসই চরিত্র পেলে তিনি রাজি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে