ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফাস ফাইন্যান্সের ইন্টারন্যাশনাল লিজিং-এসআইবিএলে ডিপোজিট ২২ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০৯:২৭:৩৫
ফাস ফাইন্যান্সের ইন্টারন্যাশনাল লিজিং-এসআইবিএলে ডিপোজিট ২২ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিভিন্ন সমস্যায় জর্জরিত শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে রয়েছে। এ কোম্পানিটি থেকে আবার ফিক্সড ডিপোজিট করা হয়েছে অস্তিত্ব সংকটে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও সোশ্যাল ইসলামী ব্যাংকে। যে প্রতিষ্ঠান দুটি থেকে টাকা ফেরতের সম্ভাবনা খুবই ক্ষীণ।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ডিপোজিট এর উপর ১.৫% ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) রাখা দরকার। তবে কোম্পানি কর্তৃপক্ষ এমনটি করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। প্রতিষ্ঠানটিতে সিআরআর ঘাটতি ৫ কোটি ৬১ লাখ টাকা।

এদিকে সিআরএর এর ১.৫% সহ মোট দায়ের ৫% স্ট্যাচুটরি লিক্যুইডিটি রিজার্ভ (এসএলআর) রাখা দরকার বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটিতে এসএলআর ঘাটতি ১৯ কোটি ৩ লাখ টাকা।

এসএলআর এর জন্য ২৩ কোটি ৩৩ লাখ টাকার নগদ ফান্ড রাখা আছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কিন্তু এরমধ্যে ২২ কোটি টাকার বেশি ইন্টারন্যাশনাল লিজিং ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা। যে প্রতিষ্ঠান দুটির আর্থিক অবস্থা খারাপ থাকায় ওই ফিক্সড ডিপোজিট ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

এদিকে ওই ফিক্সড ডিপোজিটের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৭ কোটি ৫৬ লাখ টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ৩ কোটি ৯৪ লাখ টাকার হদিস পায়নি নিরীক্ষক। কোম্পানি কর্তৃপক্ষ ফিক্সড ডিপোজিটের রিসিপ্ট ও এফডিআর স্টেটমেন্ট দেখাতে পারেনি।

নিরীক্ষক জানিয়েছেন, ফাস ফাইন্যান্স কর্তৃপক্ষ গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের বিপরীতে ৬১ কোটি ৩০ লাখ টাকার সুদজনিত ব্যয় হিসাব দেখিয়েছে। তবে তারা এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি নিরীক্ষককে। ফলে ওই সুদজনিত ব্যয়ের সত্যতা যাচাই করতে পারেনি।

আরও পড়ুন.....

অস্তিত্ব সংকটে ফাস ফাইন্যান্স

বিএসইসির নির্দেশনা অনুযায়ি, প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারন করতে হয়। তবে ফাস ফাইন্যান্স কর্তৃপক্ষ এ নির্দেশনা পরিপালন করেনি। এছাড়া বিএসইসির নির্দেশনা অনুযায়ি অবন্টিত লভ্যাংশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) হস্তান্তর করেনি।

এ কোম্পানিটির ৯৯.৭৯% ঋণ খেলাপি হয়ে গেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যে কারনে কোম্পানিটি অনেক আর্থিক সংকটে রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফাস ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪৯ কোটি ৮ লাখ টাকা। এরমধ্যে ৮৬.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে