ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

কোহলির রেকর্ড ভাঙ্গলেন বাবর

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ০৯:২৭:২০
কোহলির রেকর্ড ভাঙ্গলেন বাবর

খেলাধূলা ডেস্ক : বিরাট কোহলির রেকর্ড ভেঙ্গে দিলেন বাবর আজম। এক দিনের ক্রিকেটে যুগ্ম ভাবে দ্রুততম ৬০০০ রানের নজির গড়লেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না। ত্রিদেশীয় সিরিজ়‌ের ফাইনালে নিউজ়িল্যান্ড জিতল পাঁচ উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা ধাক্কা পাকিস্তানের কাছে। কারণ সেই প্রতিযোগিতা দেশের মাটিতেই খেলবে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক মুহাম্মদ রিজওয়ান। ফখর জ়মানের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ধীরগতিতেই করেন বাবর। সপ্তম ওভারে জেকব ডাফির একটি বলে ড্রাইভ করে ৬০০০ রান পূর্ণ করেন। ১২৩টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন বাবর। একই সংখ্যক ইনিংস নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাসিম আমলাও।

পাশাপাশি এশিয়ার দ্রুততম ক্রিকেটার হিসাবে ৬০০০ রান হল বাবরের। ২০২৩-এর মে মাসে দ্রুততম হিসাবে ৫০০০ রান করেছিলেন বাবর। তবে এক দিনের বিশ্বকাপ এবং তার পরে এক দিনের ক্রিকেটে খারাপ ফর্মের কারণে একক ভাবে দ্রুততম ৬০০০ রান করা হল না তাঁর।

আগে ব্যাট করতে নেমে পাকিস্তান কখনই দাপট দেখাতে পারেনি। বাবর ২৯ রানে ফিরে যান। মাঝে হাল ধরেছিলেন রিজওয়ান (৪৬) এবং সালমান আঘা (৪৫)। চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটি গড়েন। তাঁরা দু’জন ফিরতেই পাকিস্তানের ইনিংস ধসে পড়ে। তায়াব তাহির (৩৮) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ৪৯.৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

জবাবে নিউ জ়‌িল্যান্ড শুরুতে উইল ইয়ংকে (৫) হারালেও রান তাড়া করতে সমস্যায় পড়েনি। যিনিই ক্রিজ়‌ে নেমেছেন তিনিই রান করেছেন। পরের পর জুটিই তাদের জিততে সাহায্য করেছে। ডেভন কনওয়ে (৪৮), ড্যারিল মিচেল (৫৭), টম লাথাম (৫৬) প্রত্যেকেই সফল। ২৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জিতে যায় নিউজিল্যান্ড।

উল্লেখ্য, এই দুই দল ঠিক পাঁচ দিন বাদে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলা হবে করাচিতেই।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে