ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

টানা ৮ কার্যদিবসের পতনে বিনিয়োগকারীরা হারিয়েছে ২৫ লাখ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ০৮:০০:১২
টানা ৮ কার্যদিবসের পতনে বিনিয়োগকারীরা হারিয়েছে ২৫ লাখ কোটি টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে টানা ৮ কার্যদিবস পতন হয়েছে। এতে দেশটির শেয়ারবাজারের বিনিয়োগকারীরা হারিয়েছে ২৫ লাখ কোটি টাকার বেশি।

জানা গেছে, আগের ৭ কার্যদিবসের ন্যায় শুক্রবারও ভারতের শেয়ারবাজারে পতন হয়। ওইদিন বুম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ২০০ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে সূচকটি ৭৬ হাজারের নীচে বা ৭৫,৯৩৯ পয়েন্টে নেমে এসেছে।

গত ৮ কার্যদিবসের পতনে বিএসই’র বিনিয়োগকারীরা হারিয়েছেন ২৫ লাখ ৩১ হাজার কোটি টাকা। বিশ্ব বাণিজ্য নিয়ে চিন্তা এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার সূচকের পতনের অন্যতম কারণ হলেও, সংশ্লিষ্ট মহলের মতে ভারত-আমেরিকা বৈঠকে ইতিবাচক কিছু দিক রয়েছে। আগামী দিনে সেদিকে নজর থাকবে বাজারের।

ভারতের শেয়ারবাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে ভারতের বাজার থেকে তুলে নিয়েছে ২১ হাজার ৪ কোটি ২৩ লাখ টাকা। যা সূচকের পতনের প্রধান কারণ।’’

বিশেষজ্ঞ আশিস নন্দীর কথায়, “আমেরিকার শুল্ক নীতির পাশাপাশি কোম্পানিগুলির ফল আশানুরূপ না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বাজারে।’’

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে