ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ০৮:৫১:৪৩
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তা কাটলো ইংল্যান্ডের

খেলাধূলা ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ইংল্যান্ড শিবির। ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় চোট পান দলের ওপেনার বেন ডাকেট।

আহমেদাবাদে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন বেন ডাকেট। বাঁ দিকের কুঁচকিতে চোট পান তিনি। তবে কি ডাকেট চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাবেন?

ইংল্যান্ড দল ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছাবে এবং ২২ ফেব্রুয়ারি শনিবার লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ তাদের। এর আগে আজ এলো সুখবর। ওপেনার বেন ডাকেটকে টুর্নামেন্টের জন্য ফিট ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাঁহাতি ব্যাটারের কুঁচকির চোট সংক্রান্ত আপডেট শেয়ার করেছে। ইসিবি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাঁ দিকের কুঁচকির চোট পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে যে, ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট এবং খেলতে প্রস্তুত।’

বেন ডাকেটের ফিট হওয়া ইংল্যান্ড দলের জন্য বাড়তি অক্সিজেন। এর কারণ হল ভারতের মাটিতে গোটা ইংল্যান্ড ব্যর্থ হলেও বেন ডাকেট নিজের ব্যাটের মাধ্যমে ভারতীয় বোলারদের চিন্তা বাড়িয়েছিলেন। তিনি ইংল্যান্ডের হয়ে প্রায় প্রত্যেকটি ম্যাচেই দারুণ শুরু করেছিলেন।

ডাকেটের ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডকে দারুণ শুরু করতে সাহায্য করেছিল। এমন অবস্থায় তিনি যদি চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিটকে যেতেন, তাহলে আরও চাপে পড়ে যেতে ইংল্যান্ড শিবির।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে