ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৪:৩৬:০৬
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১৬ ফেব্রুয়ারি) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪১৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪০১ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১৯ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৮ টি বা ৩৩.৭৪ শতাংশের। আর দর কমেছে ১৯৬ টি বা ৭৭.৯২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৫ টি বা ১৮.৩৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৯১ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫০১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে