ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৪:৫৯:১৭
আজও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় বুধবারও (১৯ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৮ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭২ কোটি ২৩ লাখ টাকার বা ২৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩ টি বা ২৫.৮৮ শতাংশের। আর দর কমেছে ২২৮ টি বা ৫৭.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৬.৮৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ১০৫ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৮২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে