ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মতিন স্পিনিংয়ের মুনাফায় ধস, কমল লভ্যাংশ

২০২৩ অক্টোবর ১৬ ০৭:৫৮:৪৪
মতিন স্পিনিংয়ের মুনাফায় ধস, কমল লভ্যাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিংয়ের ২০২২-২৩ অর্থবছরের শেষার্ধের বা শেষ ২ প্রান্তিকের ব্যবসায় ধস নেমেছে। যা কোম্পানিটির পুরো অর্থবছরের মুনাফায় ধস নামিয়েছে। ফলে কোম্পানিটির লভ্যাংশও কমে আসছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মতিন স্পিনিংয়ের ২০২২-২৩ অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি ৩.৮৮ টাকা করে নিট ৩৭ কোটি ৮৩ লাখ টাকার মুনাফা হয়েছিল। অর্থবছর শেষে এই মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৪.৩৮ টাকা করে ৪২ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে কোম্পানিটির শেষার্ধে মুনাফা হয়েছে মাত্র শেয়ারপ্রতি ০.৫০ টাকা বা নিট ৪ কোটি ৮৭ লাখ টাকা।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২২) ইপিএস হয় ২.০৭ টাকা। যা দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২২) ১.৮১ টাকা ও তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৩) ০.১১ টাকা ইপিএস হয়। আর চতুর্থ বা শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ২৩) ইপিএস হয়েছে ০.৩৯ টাকা।

এদিকে আগের অর্থবছর মতিন স্পিনিংয়ের ইপিএস হয়েছিল ১০.৭৯ টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে নেমে এসেছে ৪.৩৮ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ৬.৪১ টাকা বা ৫৯ শতাংশ।

কোম্পানিটির পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ৪.৩৮ টাকা ইপিএসের বিপরীতে ৪০ শতাংশ নগদ বা প্রতিটি শেয়ারে ৪ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৯১শতাংশ।

এর আগের অর্থবছরে ১০.৭৯ টাকা ইপিএসের বিপরীতে ৫০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মতিন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর রবিবার (১৫ অক্টোবর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৭.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে