ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিএসসির মুনাফা ২৪৬.৩৪ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ৩৮.১৩ কোটি

২০২৩ অক্টোবর ১৬ ০৮:০০:০৮
বিএসসির মুনাফা ২৪৬.৩৪ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ৩৮.১৩ কোটি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকার নিয়ন্ত্রিত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসইস) পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৮৫ শতাংশই কোম্পানির রিজার্ভে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ১৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। অথচ সরকারই তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিধান জারি করেছে। অন্যথায় অতিরিক্ত ট্যাক্সের শাস্তির আওতায় পড়তে হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসসির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ১৬.১৫ টাকা হিসেবে ২৪৬ কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.৫০ টাকা করে মোট ৩৮ কোটি ১৩ লাখ টাকা বা মুনাফার ১৫ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ২০৮ কোটি ২১ লাখ টাকা বা ৮৫ শতাংশ রিজার্ভে যোগ হবে।

তবে ২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে।

মুনাফার ৭০ শতাংশের বেশি রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে ২০৮ কোটি ২১ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ২০ কোটি ৮২ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে বিএসসিকে।

এর আগে বছর কোম্পানিটির পর্ষদ ১৪.৮০ টাকা ইপিএসের বিপরীতে ২০ শতাংশ বা শেয়ারপ্রতি ২ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ১৪ শতাংশ।

উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিএসসির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫২ কোটি ৫৪ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর রবিবার (১৫ অক্টোবর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৫.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে