ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ৪৫২ কোটি টাকা

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৭:২০:১৫
বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ৪৫২ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ১২ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৫ হাজার ৪৫২ কোটি টাকা বা ০.৭৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১০৭ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৪৯ লাখ টাকার বা ১২ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৯ টির বা ৩৯.৮৪ শতাংশের, কমেছে ২০৩ টির বা ৫০.৮৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির বা ৯.২৭ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৮ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪৯৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯ টির দর বেড়েছে, ১৫১ টির দর কমেছে এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে