ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ভারতে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে ৩ উদ্যোগ

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০৯:২৭:৫৭
ভারতে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে ৩ উদ্যোগ

অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে গত কয়েক বছর ধরে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ জগতে পা রাখছেন তরুণ প্রজন্মের বড় অংশ। তাঁদের সঞ্চয়ের আরও বেশি করে সুবিধা করে দিতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করল এই শিল্পের সংগঠন অ্যাম্ফি। সেই সঙ্গে সকলের মধ্যে মিউচুয়াল ফান্ডকে ছড়িয়ে দিতে তিনটি নির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

তিন পরিকল্পনার মধ্যে রয়েছে- ছোট বিনিয়োগকারীদের ফান্ডের জগতে টেনে আনতে কম অঙ্কের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি) চালু করা, তরুণ প্রজন্মের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে ‘তরুণ যোজনা’ এবং ভুলে যাওয়া বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিট্রিভাল অ্যাসিসট্যান্ট (মিত্র) কর্মসূচি।

অ্যাম্ফি জানিয়েছে, যে সমস্ত মানুষ কম টাকা ফান্ডে রাখতে আগ্রহী এবং যাঁরা প্রথম এতে পা রাখছেন, তাঁদের জন্য আনা হয়েছে ২৫০ টাকার এসআইপি। এতে অল্প করে হলেও বিনিয়োগ তথা সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে। তরুণ যোজনার মাধ্যমে বিদ্যালয়গুলিতে আর্থিক শিক্ষা পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লক্ষ্য, স্কুল স্তর থেকেই বিনিয়োগের জগৎ সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান তৈরি করা। আর মিত্রের মাধ্যমে বিনিয়োগকারী বা তাঁদের উত্তরাধিকারীরা যাতে ভুলে যাওয়া পুরনো বিনিয়োগ সন্ধান পান ও তার টাকা ফেরত পান, সেই ব্যবস্থা করতে চায় সংগঠনটি।

অ্যাম্ফির চেয়ারম্যান নভনীত মুনোতের মতে, দেশে আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে সাধারণ মানুষকে অংশীদার করে তুলতে বর্তমানে মিউচুয়াল ফান্ড বড় ভূমিকা নিচ্ছে। এই তিন উদ্যোগের মাধ্যমে শুধু তাঁদের সেই সুযোগ করে দেওয়াই নয়, বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখা, স্বচ্ছতা আনা ও মানুষকে সচেতন করে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে