ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:০৬:৪০
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (২৩ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২২৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৮৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৫ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২১ কোটি ৮৮ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৭ টি বা ৫৪.৫২ শতাংশের। আর দর কমেছে ১২৪টি বা ৩১.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৭ টি বা ১৩.৩২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯ টির, কমেছে ৭৮ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫১৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে