ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪৯:৫১
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে আগের ২ কার্যদিবসের ন্যায় সোমবারও (২৩ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া এদিন লেনদেনের পরিমাণও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৩৫ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৭ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩ টি বা ৪৪.৪৭ শতাংশের। আর দর কমেছে ১৫৩টি বা ৩৮.৪৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭২ টি বা ১৮.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৬৮ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে