ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ভারতের শেয়ারবাজারে পাঁচ মাসে পতন ১০৫২৫ পয়েন্ট

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২১:৫৭:১৯
ভারতের শেয়ারবাজারে পাঁচ মাসে পতন ১০৫২৫ পয়েন্ট

অর্থ বাণিজ্য ডেস্ক : কিছুতেই থামছে না ভারতের শেয়ারবাজারে পতন। গত ১৩ কার্যদিবসের লেনদেনের মধ্যে সোমবারের ৫৮ পয়েন্ট উত্থান বাদ দিলে বাকি দিনগুলিতে বুম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স নেমেছে মোট ২৯৬০। পতন অবশ্য শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর সূচকটি সর্বোচ্চ ৮৫,৮৩৬ হওয়ার পর দিন থেকেই।

এর পরে পাঁচ মাসে ১০,৫২৫ কমে ৭৫,৩১১ পয়েন্টে নেমে এসেছে সেনসেক্স। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফ্‌টি সূচক ২৬,২১৬ থেকে ১৩.০৫% কমে নেমে এসেছে ২২,৭৯৬ পয়েন্টে। এই সময়ে বেশির ভাগ বিনিয়োগকারীই লোকসান গুনেছেন।

পতন আটকাতে পারেনি ভারতের বাজেটে কেন্দ্রের বিপুল করছাড় এবং রিজ়ার্ভ ব্যাংকের পাঁচ বছরে প্রথম বার ঋণে সুদ ছাঁটাইও। আশা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় পণ্যে চড়া আমদানি শুল্ক না বসানোর ব্যাপারে রাজী করাতে পারবেন। কিন্তু তা হয়নি, উল্টো ট্রাম্প চটেছেন ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা ভারতে কারখানা গড়তে পারে জেনে। ফলে সব মিলিয়ে বাজার দুর্বল।

যত দিন অর্থনীতি মজবুত ছিল, তেজী ছিল শেয়ারবাজার। ঢিমে ভাব শুরু হয় উৎসবের মরসুমে চাহিদা ধাক্কা খাওয়ায়। অর্থনীতি যে ঝিমিয়ে পড়ছে তার স্পষ্ট ইঙ্গিত মেলে। তার পরেই ভারতে শেয়ার বেচতে শুরু করে বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলি। পতনিআটকানো যাচ্ছে না দেশীয় বিনিয়োগকারী কোম্পানিগুলো লাগাতার পুঁজি ঢাললেও।

এই পড়তি বাজার কম দামে ভাল শেয়ার কেনার বিরাট সুযোগ বলে দাবি ভারতীয় বিশ্লেষকদের। তবে অনেকে ভরসা পাচ্ছেন না। কেনার পরেও পতন বহাল থাকার আশঙ্কায় তাঁরা বিনিয়োগ থেকে হাত গুটিয়ে আছে।

তবে এখন সাহস করে ভাল শেয়ার কিনে রাখলে ভবিষ্যতে লাভ হবে। শুধু সাবধানে শেয়ার বাছাই করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। বিনিয়োগ করতে হবে দীর্ঘ মেয়াদে। শুধু শেয়ার নয়, এখন কিস্তিতে বিনিয়োগ শুরু করা যায় ভাল ফান্ডেও। অতীতে ভাল রিটার্ন দেওয়া বেশ কিছু ফান্ডের ন্যাভ অনেকটা নেমেছে। বিনিয়োগে ইচ্ছে থাকলে এখনই ফান্ড বাছাই শুরু করতে হবে। শেয়ারে আস্থা কমলে ‘মাল্টি অ্যাসেট ফান্ড’ বা ‘ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ড’ বাছাই করা যায়।।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে