ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

টানা ৪ কার্যদিবস সূচকে উত্থান, লেনদেন সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:০৪:৫৯
টানা ৪ কার্যদিবস সূচকে উত্থান, লেনদেন সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ কার্যদিবসের ন্যায় মঙ্গলবারও (২৫ ফেব্রুয়ারি) মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া লেনদেন ৬০০ কোটির বেশি হয়েছে। যা বিগত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৬৮ পয়েন্টে। যা সোমবার ১১ পয়েন্ট, রবিবার ২৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ৮ পয়েন্ট বেড়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ৭ নভেম্বর আজকের থেকে বেশি বা ৬০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৬ টি বা ৪৯.৪৯ শতাংশের। আর দর কমেছে ১৫৬টি বা ৩৯.৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪ টি বা ১১.১১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৮২ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭০৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে