ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৪:৪৬:১৭
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৬ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৩ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪৩ কোটি ৮১ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৭ টি বা ৩১.৯৮ শতাংশের। আর দর কমেছে ২০৮ টি বা ৫২.৩৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৯৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৯ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে