ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দেশেই থাকতে চান না পাক ক্রিকেটার

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:৪৫:২৬
চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দেশেই থাকতে চান না পাক ক্রিকেটার

খেলাধূলা ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন। খেলা হয়নি ভারত-পাকিস্তান ম্যাচে। এবার পুরোপুরি ক্রিকেট খেলা থেকেই সরে যেতে চাইছেন ফখর জ়ামান। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই অবসর নিতে পারেন। পাকিস্তান থেকে গুটিয়ে পাকাপাকি বিদেশে গিয়ে থাকার ইচ্ছা রয়েছে তাঁর। যদিও পাকিস্তান বোর্ড তাঁকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, জ়ামান বলে দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিই তাঁর শেষ আইসিসি প্রতিযোগিতা। তিনি এক দিনের ক্রিকেট থেকে বিরতি নিতে চান। শারীরিক কারণেই অবসর নিতে চাইছেন। জ়ামান এখন হাইপারথাইরয়েডিজ়‌মে আক্রান্ত। পাশাপাশি ম্যাচের ধকলও আর সামলাতে পারেন না।

শুধু তাই নয়, দেশের ক্রিকেট বোর্ডকে নিয়েও নাকি তিনি ক্ষুব্ধ। বিদেশের লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পান না। তাই নিজের এবং সন্তান জ়াইনের ভবিষ্যতের কথা ভেবে বিদেশেই থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও নিজের মুখে কোনও কথাই বলেননি পাকিস্তানের বর্ষীয়ান ওপেনার।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর সমাজমাধ্যমে যে বার্তা দিয়েছিলেন, সেখানেই অবসরের ইঙ্গিত ছিল। জ়ামান লিখেছিলেন, “সর্বোচ্চ মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই দেশের সব ক্রিকেটারের স্বপ্ন থাকে। আমি সম্মানিত সেই কাজ করতে পেরে। গর্বের সঙ্গে একাধিকবার পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পেরেছি।”

তিনি আরও লিখেছিলেন, “দুর্ভাগ্যবশত আমি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছি। তবে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বাড়ি থেকেই সবুজ জার্সিধারীদের জন্য গলা ফাটাব। এটা সবে শুরু। প্রত্যাবর্তন আরও ভাল হবে।”

জ়ামানের কথা শুনে পাক বোর্ডের এক সূত্র বলেছেন, “ওকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। আগে পুরোপুরি ফিট হয়ে তার পর সিদ্ধান্ত নিক। কোনও সিদ্ধান্তই যেন হতাশা বা রাগের বহিঃপ্রকাশ হিসাবে না নেয়।”

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে