ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৪:৫২:৪৩
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে।তবে লেনদের পরিমাণ বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৪ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৬ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৩ টি বা ৪৮.৩৭ শতাংশের। আর দর কমেছে ১৩৩ টি বা ৩৩.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৩ টি বা ১৮.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৯৫ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৩০ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে