ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

মামলা করে সবাইকে কাজে যোগদানের আহ্বান জানালেন বিএসইসি চেয়ারম্যান

২০২৫ মার্চ ০৯ ১৬:৩৬:০২
মামলা করে সবাইকে কাজে যোগদানের আহ্বান জানালেন বিএসইসি চেয়ারম্যান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আওয়ামী কায়দায় ভয়ের ত্রাস তৈরী করেছেন। এরমধ্য দিয়ে চাঁপে ফেলে সবাইকে অফিসে আসার আহ্বান জানিয়েছেন।

খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, আজকে এখানে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এসেছিলেন। তারা আমাদের সহমর্মিতা ও সহানুভবতা জানিয়েছেন। তারা আমাদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজে ফিরে এসেছেন। আমরা সবাইকে বলেছি কাজে যোগদান করতে। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো। সবাই কাজে যোগদান করলে, কাজ স্বাভাবিক নিয়মে চলে চলবে।

রবিবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিত ছিলেন।

কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব বিএসইসির চেয়ারম্যান বলেন, এখনো সেই সময় হয়নি। পরবর্তীতে আলোচনা করে আরো বিস্তারিত আপনাদের জানানো হবে।

আরও পড়ুন.....

বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মাকসুদের ন্যাক্কারজনক মামলার ঘটনা

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে