ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিএসইসিতে দুদকের অভিযান চলছে

২০২৫ মার্চ ১০ ১২:৫৬:২৪
বিএসইসিতে দুদকের অভিযান চলছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে। দুইজন সহকারী পরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, এই টিম প্রথমে বিএসইসির চেয়ারম্যানে সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সার্ভিলেন্স ও মনিটরিং বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করছেন।

এর আগে ০২ মার্চ (রোববার) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে একটি অভিযান পরিচালনা হয়।

বিএসইসি হতে আইপিও অনুমোদন সংক্রান্ত বিষয়ে কোম্পানি কর্তৃক আবেদনের তালিকা, তাদের দাখিলকৃত প্রসপেক্টাস, নিরীক্ষা রিপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টস এবং চূড়ান্ত অনুমোদন তালিকা যাচাই করা হয়। পর্যালোচনায় দেখা যায় যে, কোম্পানি কর্তৃক দাখিলকৃত ফেব্রিকেটেড আরনিং অ্যান্ড অ্যাসেটস বিবরণী ও উইন্ডো ড্রেসিং এর মাধ্যমে তৈরিকৃত ব্যালেন্স সিট এর বিপরীতে আইপিও অনুমোদন দেয়া হয়েছে। এ বিষয়ে অনেকক্ষেত্রে ডিএসই -এর সুপারিশ ও অবজারভেশন বিবেচনা করা হয়নি- যা ব্যাপক অনিয়মের ক্ষেত্র প্রস্তুত করেছে। এছাড়া প্রাইভেট প্লেসমেন্ট জালিয়াতি ও বাণিজ্য, অধিকমূল্যে শেয়ার প্রাইস নিয়ে মার্কেটে প্রবেশ ও অল্প সময়ে শেয়ার বিক্রয়, প্রাইসের দ্রুত অবনমন -এর প্রেক্ষিতে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়েছে।

টিম আরও প্রত্যক্ষ করে, দুর্বল কোম্পানিগুলোকে অবৈধভাবে অনুমোদন দেয়ায় ক্যাপিটাল মার্কেট প্রবেশের অল্পদিনেই তাদেরকে লো পারফর্মিং কোম্পানি হিসেবে জেড ক্যাটাগরি ভুক্ত করা হয়েছে। এছাড়াও জালিয়াতির মাধ্যমে চার্টার্ড একাউন্টেন্ড কর্তৃক প্রস্তুতকৃত window dressed balance sheet ও fabricated earning রিপোর্ট ও ইস্যু ম্যানেজার কর্তৃক তৈরিকৃত overvalued কোম্পানি প্রোফাইলের প্রেক্ষিতে অনিয়মের আশ্রয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আইপিও এর অনুমোদন প্রদান করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে টিম কর্তৃক প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলেও সেই সময় জানানো হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে