ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৫ মার্চ ১০ ১৪:২৪:৩৯
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১০ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৯১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৩৩৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১ কোটি ৪০ লাখ টাকার বা ০.৪১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৪ টি বা ৪৪.১৬ শতাংশের। আর দর কমেছে ১৩৭টি বা ৩৪.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২১.০৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১ টির, কমেছে ৯৩ টির এবং পরিবর্তন হয়নি ৩৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে