ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহির ইন্তেকাল

২০২৫ মার্চ ১২ ১৬:২৭:৫৪
এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহির ইন্তেকাল

অর্থ বাণিজ্য ডেস্ক : স্বনামধন্য ব্যবসায়িক ব্যক্তিত্ব এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহি বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে -------------- রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷ সৈয়দ মঞ্জুর এলাহী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সৈয়দ মনজুর এলাহী ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷ দায়িত্ব পালনকালীন সময়ে পুঁজিবাজার উন্নয়নে তিনি অগ্রগামী ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন৷

এসময় তিনি বলেন, সৈয়দ মনজুর এলাহি দেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সফল ব্যবসায়িক নেতা ছিলেন। শিল্প ও বাণিজ্য, পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারের নীতিনিধারণী পর্যায়েও তিনি সফলতার স্বাক্ষর রেখে গিয়েছেন৷ তাঁকে এদেশের ব্যবসায়িক সমাজ, তরুণ উদ্যোক্তা তথা সাধারণ জনগণ সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে