ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৯০৫ কোটি টাকা

২০২৫ মার্চ ১৫ ১১:২০:১৯
বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৯০৫ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৯-১৩মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবেবিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৬ হাজার ৯০৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৬ হাজার ৯০৫ কোটি টাকা বা ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪১কোটি ১৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২২৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬ টির বা ৪৪.৬৭ শতাংশের, কমেছে ১৮৪ টির বা ৪৬.৭০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির বা ৮.৬ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৭৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩১ টির দর বেড়েছে, ১৫৬ টির দর কমেছে এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে