ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

২০২৫ মার্চ ১৬ ১৪:৪০:২৯
ডিএসইতে পতন, সিএসইতে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : রবিবার (১৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। আর ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২২২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১০ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৪ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ৭৮ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩ টি বা ৩৬.০২ শতাংশের। আর দর কমেছে ১৯০টি বা ৪৭.৮৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.১২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে