ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আজও শেয়ারবাজারে পতন

২০২৫ মার্চ ১৭ ১৪:২৯:৫৫
আজও শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগেরদিনের ন্যায় সোমবারও (১৭ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিনও লেনদেন বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন, উভয় ক্ষেত্রেই পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৮ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৮১ লাখ টাকার বা ১৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭ টি বা ২৪.৪৯ শতাংশের। আর দর কমেছে ২২১টি বা ৫৫.৮১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৮ টি বা ১৯.৭০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৫৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে